জেলা প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৫, ০৬:২৮ পিএম
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাত ভাইয়ের হাতে হানিফ (৫৫) নামের এক ব্যক্তি খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার আঠালিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত হানিফ ধল্লা ইউনিয়নের ইলা ব্যপারীর ছেলে। সে শহরের মমতাজ চক্ষু হাসপাতালের এক জন চিকিৎসকের ড্রাইভার ছিলেন। সংসার জীবনে সে চার সন্তানের জনক।
নিহতের মেয়ে স্মৃতি জানান, আমার বাবার চাচাত ভাই স্বাধীন ও জাহাঙ্গীরের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। আজও দুপুরে জমি নিয়ে কথার কাটাকাটির এক পর্যায়ে স্বাধীন ও জাহাঙ্গীর রামদা ও টেঁটা দিয়ে আমার বাবাকে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায়।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/ এজে