জেলা প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৫, ১০:৪০ এএম
পটুয়াখালীর গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের বাসিন্দা ফোরকান আহম্মেদ জিসানকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। তাকে ‘ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি’ হিসেবে উপস্থাপন করা হলেও, সংগঠনটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে— তিনি শিবিরের কোনো পদে ছিলেন না।
ফোরকান আহম্মেদ সম্প্রতি ইসলামী ছাত্রশিবির ছেড়ে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি নিজেই এ ঘোষণা দেন। তবে সেখানে তিনি নিজেকে ছাত্রশিবিরের কোনো পদধারী হিসেবে দাবি করেননি।
ফোরকান বলেন, প্রায় এক বছর আগে আমি চরবিশ্বাস ইউনিয়নে ছাত্রশিবিরে যোগ দিই। কিন্তু কিছুদিনের মধ্যে বুঝতে পারি, এই সংগঠনের আদর্শ আমার সঙ্গে যায় না। ফলে আমি পদত্যাগ করি এবং বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে যোগ দিই।
তিনি আরও বলেন, আমার সবসময়ই বিএনপির প্রতি ভালো লাগা ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ম্যাডাম খালেদা জিয়া ও তারেক রহমানকে আমি শ্রদ্ধা করি। আমি এখন ছাত্রদলের রাজনীতি করব। ইনশাআল্লাহ, আমৃত্যু এই দলের সঙ্গেই থাকব। অন্য কোনো দলে যাবো না।
ছাত্রদলে তার যোগদান প্রসঙ্গে কথা বলেন গলাচিপা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. দুর্জয় রুবেল। তিনি বলেন, ফোরকান আগে শিবির করতেন। এখন তিনি বিএনপির রাজনীতিকে ভালোবেসে ছাত্রদলে যোগ দিয়েছেন। আমরা তাকে স্বাগত জানিয়েছি। বিষয়টি আমাদের দলীয় এমপি পদপ্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ভাইকেও জানানো হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওতে দেখা যায়, ফোরকান আহম্মেদ জিসান ছাত্রশিবির থেকে ছাত্রদলে যোগ দেওয়ার ঘোষণার বক্তব্য দিচ্ছেন। ওই ভিডিওতে তিনি নিজে বক্তব্য রচনায় অনিশ্চিত ছিলেন। তার পাশ থেকে একজন কথাগুলো বলে দিচ্ছিলেন, আর ফোরকান সেগুলো অনুকরণ করে উচ্চারণ করছিলেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, যিনি স্বতঃস্ফূর্তভাবে নিজের সিদ্ধান্ত ব্যাখ্যা করতে পারেন না, তিনি আদৌ শিবিরের মতো সংগঠনের ইউনিয়ন পর্যায়ের সভাপতি ছিলেন কি না।
আরও অনেকে মন্তব্য করেছেন, যিনি ‘ইনশাআল্লাহ’ শব্দটি ঠিকভাবে উচ্চারণ করতে পারেন না, তিনি কীভাবে শিবিরের ইউনিয়ন সভাপতি হবেন।
তবে বিষয়টি নিয়ে স্পষ্ট অবস্থান দিয়েছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির গলাচিপা উপজেলা সেক্রেটারি মো. নাঈম বলেন, ফোরকান আহম্মেদ জিসান আমাদের সংগঠনের সমর্থক ছিলেন ঠিক, তবে তাকে কোনো পদ দেওয়া হয়নি। গণমাধ্যমে তাকে ‘ছাত্রশিবিরের সভাপতি’ বলা হয়েছে, যা সঠিক নয়। এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
প্রতিনিধি/এইউ