images

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে নৌকাডুবিতে ২ শিশু নিখোঁজ

জেলা প্রতিনিধি

০২ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীতে বিজয়া দশমীতে একটি ইঞ্জিন চালিত নৌকাডুবিতে দুই শিশু নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে চাপাইর ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুরা হল, তন্ময় ও অঙ্কিতা। তাদের বাড়ি কালিয়াকৈর উপজেলা দক্ষিণ হিজলতলী গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে কালিয়াকৈর তুরাগ নদীতে বিজয়া দশমী চলাকালীন সময়ে একটি শ্যালু নৌকা অন্য একটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে শিশুসহ একটি ইঞ্জিন চালিত নৌকা উল্টে ডুবে যায়। এ সময় নৌকায় শিশুসহ ১৮-২০ জনের মতো লোক ছিল। অন্যরা সবাই  সাঁতরিয়ে পাড়ে উঠতে পারলেও দুই শিশু এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কাওছার আহাম্মেদ, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে আসেন। শিশুদের উদ্ধারে প্রশাসনিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

প্রতিনিধি/এজে