জেলা প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৫, ০৫:২৯ পিএম
বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মো. মনিরুল হক ফরাজী বলেছেন, দেশে এক শ্রেণির ধর্ম ব্যবসায়ীরা পিআর পদ্ধতি চালুর নামে আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য চক্রান্ত শুরু করেছে। আপনারা সনাতন ধর্মাবলম্বীরা অনেক সচেতন। আপনারা এই ধর্ম যাজকদের কথায় কান দিবেন না।
বুধবার (১ অক্টোবর) রাতে বাগেরহাটের শরণখোলায় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
মনিরুল হক ফরাজী বলেন, বাংলাদেশ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মিলিত আবাস। ধর্মীয় উৎসবকে ঘিরে আমাদের পারস্পরিক ভালোবাসা ও সহনশীলতার বন্ধন আরও দৃঢ় হোক—এটাই আমাদের প্রত্যাশা।
পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। পূজার আনন্দঘন পরিবেশে ঢাক, শঙ্খ ও উলুধ্বনিতে ঐতিহ্যবাহী আয়োজনে তাকে বরণ করে নেয় পূজামণ্ডপগুলো।
ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে মো. মনিরুল হক ফরাজী ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি সম্পর্কেও আলোচনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রতিনিধি/ এজে