images

সারাদেশ

‘নির্বাচনের পাইপলাইনে ঢুকে পড়েছি, দেশ এখন নির্বাচনের পক্ষে’

জেলা প্রতিনিধি

০১ অক্টোবর ২০২৫, ০২:৫০ পিএম

‘নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই’ উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ বলেছেন, ‘আমরা এখন নির্বাচনের পাইপলাইনে প্রবেশ করেছি, দেশ নির্বাচনের পক্ষে। সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে একটি জনগণের সরকার গঠন করতে পারবে।’

তিনি বলেন, ‘যেসব সংগঠন অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, তারা এখন এক-দুটি ইস্যু নিয়ে সংকট সৃষ্টির চেষ্টা করছে। তবে আমরা মনে করি, গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে তারা তাদের ভুল বুঝতে পারবে এবং অচিরেই নির্বাচনী রোডম্যাপে যুক্ত হবে।’

মঙ্গলবার রাতে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) আসনের ২০টির অধিক পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশার কথাও জানান।

মনোনয়ন প্রসঙ্গে বজলুল করিম বলেন, ‘বিএনপি সেই সকল নেতাকর্মীদের মনোনয়ন দেবে, যারা অতীতে আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, ত্যাগ স্বীকার করেছেন এবং যারা পরিচ্ছন্ন, জনপ্রিয় ও আদর্শিকভাবে দৃঢ় অবস্থানে রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘সংগঠনে সংস্কার ও বিচারপ্রক্রিয়া চলছে। সামনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে যদি জনগণ বিএনপিকে ক্ষমতায় আনার সুযোগ দেয়, তবে আমরা ঘোষিত ৩১ দফা অনুযায়ী দেশ পরিচালনা করবো।’

বিএনপির ৩১ দফাকে তিনি বাংলাদেশের মুক্তি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সনদ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা আশাবাদী, এই অঞ্চলের মানুষ বিএনপিকে ভালোবেসে আগামী নির্বাচনে বিজয়ী করবে।’

এছাড়াও, পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি তিনি স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগ ও পূজামণ্ডপ পরিদর্শনের সময় বজলুল করিম চৌধুরী আবেদের সঙ্গে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌর বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের সভাপতি ফজলুল কবির ফয়সল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ.এম. সামছুদ্দিন হায়দারসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

প্রতিনিধি/একেবি