images

সারাদেশ

২৮ দিন পর চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন এসআই মোহেব্বুল্লাহ

জেলা প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম

জামালপুর শহরের নিজ বাসা থেকে ২৮ দিন আগে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

জামালপুর থানার চৌকস অফিসার এসআই মো. মোহেব্বুল্লাহ সরকারের নেতৃত্বে অভিযানে গাড়িটি উদ্ধার হয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মোটরসাইকেলটি মালিকের কাছে হস্তান্তর করেন জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

এর আগে গত ২ সেপ্টেম্বর শহরের সর্দারপাড়া এলাকা থেকে মোটরসাইকেলটি চুরি হয়। পরে দুইদিন আগে শহরের কম্পপুর এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে এটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

চট্টগ্রামে রেল কর্মকর্তার চোখের সামনেই দরপত্র ছিনতাই

এ বিষয়ে এসআই মোহেব্বুল্লাহ সরকার বলেন, চুরির পর থেকেই পুলিশ সুপারের তত্ত্বাবধানে ও ওসির নির্দেশনায় কাজ শুরু করি। বিভিন্ন সূত্র থেকে খবর পেয়ে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, শুধু এই মোটরসাইকেল নয়, জামালপুরে চুরি হওয়া সব যানবাহন একে একে উদ্ধার করা হবে। চুরি, ছিনতাই, কিশোর গ্যাং ও অপরাধ দমনে জেলা পুলিশের কয়েকটি বিশেষ টিম কাজ করছে।

প্রতিনিধি/এসএস