জেলা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ এএম
হবিগঞ্জের মাধবপুরে দারিদ্র্য ও অভাবের চাপে মা-ছেলে একসঙ্গে বিষপানে আত্মহত্যা করেছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের যোগমায়া দাস ও তার প্রতিবন্ধী ছেলে পলাশ দাস একসঙ্গে বিষপান করেন।
প্রতিবেশীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ওসি মো. শহিদুল্লাহ ঘটনাটি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাদ দিয়ে ওসি জানান, প্রায় ২১ বছর আগে পরিবারপ্রধান প্রফুল্ল দাস মারা যাওয়ার পর থেকেই যোগমায়া দাস একাই সংসার চালাতেন। স্বামীর মৃত্যু, প্রতিবন্ধী ছেলের যত্ন এবং পরিবারের দৈনন্দিন খরচ—সব মিলিয়ে দুর্বিষহ হয়ে উঠেছিল জীবন। অভাব ও দারিদ্র্যের কারণে মাঝে মাঝে মা-ছেলের মধ্যে মতবিরোধ হতো। শেষ পর্যন্ত একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নেন তারা।
প্রতিনিধি/টিবি