images

সারাদেশ

নিখোঁজের দু’দিন পর সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ

জেলা প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ছৈয়াল কান্দি গ্রামে দুইদিনের খোঁজাখুঁজির পর অবশেষে মিলল ছোট্ট তায়েবার নিথর দেহ। সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধারের পর শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

স্থানীয়রা জানায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে খেলার জন্য ঘর থেকে বের হয়েছিল তায়েবা (৬)। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও সে আর ফেরেনি। শুরু হয় পরিবারের উদ্বেগ-উৎকণ্ঠা। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে শিশুটির বাবা টিটু সরদার থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরে মাইকিং ও পোস্টারও করা হয়।

দুইদিন পেরিয়ে গেলেও কোনো খোঁজ মেলেনি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে স্বজনরা আবারও খোঁজ শুরু করেন। এসময় গ্রামের মেসবাহউদ্দীন মোল্লার বাড়ির সেপটিক ট্যাংকের ঢাকনা খানিকটা খোলা দেখে সন্দেহ হয় তাদের। ভেতরে উঁকি দিতেই চোখে পড়ে নিখোঁজ তায়েবার নিথর দেহ। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল জানান, নিখোঁজের পর থেকেই আমরা শিশুটির খোঁজ করছিলাম। শুক্রবার দুপুরে খবর পাই, বাড়ির অদূরে একটি সেপটিক ট্যাংক থেকে মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তায়েবা স্থানীয় দারুন নাজার মাদরাসার নার্সারির শিক্ষার্থী ছিল। প্রাণবন্ত ও সবার প্রিয় এ শিশুর অকাল মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই বলছেন—এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, তা উদঘাটন করা জরুরি।

প্রিয় সন্তানের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন মা-বাবা। তাদের বুকফাটা আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। গ্রামের মানুষের চোখেও জল। সবাই বলছেন, এমন নির্মম মৃত্যু মেনে নেওয়া কঠিন।

প্রতিনিধি/এসএস