জেলা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম
আবারও চলতি সেপ্টেম্বর মাসে দ্বিতীয়বারের মতো দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘা অপরুপ দৃশ্য। তবে সেটি কিন্তু অল্প সময় ধরে দেখা গিয়েছে। আগামীকালও কাঞ্চনজঙ্ঘা দেখার প্রবল সম্ভাবনা রয়েছে, যদি আকাশ মেঘমুক্ত থাকে।

দেশের উত্তরপ্রান্তে অবস্থিত পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা। সীমান্তঘেঁষা এই জনপদ এখন প্রকৃতিপ্রেমীদের নিকট এক নতুন স্বর্গ। প্রতি বছর সেপ্টেম্বর-অক্টোবরে এখানে ফোটে কাশফুল আর হঠাৎ করেই পরিষ্কার আকাশে দেখা দেয় বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ও হিমালয়ের দ্বিতীয় পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। একসঙ্গে এই দুটি সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছে দেশি-বিদেশি পর্যটক।

প্রকৃতির এই রূপবদলের সাক্ষী তেঁতুলিয়া যেন সেপ্টেম্বর মাসের শুরু থেকে তেঁতুলিয়ার মহানন্দা নদ চড়ে সাদা কাশফুলে ঢেকে যায় চারদিক। মনে হয়, সাদা তুলোর গালিচা বিছানো হয়েছে মাটির ওপর। এরই মাঝে ভোরের দিকে হঠাৎ করেই পরিষ্কার আকাশে দেখা মেলে হিমালয়ের বিশাল শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। এই দৃশ্য সাধারণত অক্টোবর-নভেম্বরে স্পষ্ট দেখা গেলেও, চলতি বছরের ২৫ সেপ্টেম্বর সকালেও তেঁতুলিয়ার ডাকবাংলো, দেবনগড়, ভজনপুর এবং তিরনই থেকে দেখা গেছে কাঞ্চনজঙ্ঘা।

পাবনা থেকে আসা এক ভ্রমণ পিপাসু আবদুল হোসেন জানান, এখানে এসে আমি অভিভূত। প্রথমবার কাঞ্চনজঙ্ঘা নিজের চোখে দেখলাম। আর চারদিকে কাশফুল-এটা যেন রূপকথার কোনো জায়গা।
ঢাকা থেকে আসা আবু নাইম পর্যটক বলেন, সকালবেলা হঠাৎ করেই আকাশ পরিষ্কার হয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা দিল। আমরা সঙ্গে সঙ্গেই ছবি তুলি। এটি জীবনের অন্যতম সেরা মুহূর্ত।
ডাকবাংলো থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার শ্রেষ্ঠ স্থান তেঁতুলিয়া উপজেলা সদরে অবস্থিত ঐতিহাসিক ডাকবাংলো এখন অন্যতম পর্যটন আকর্ষণ। মহানন্দা নদীর পাড়ে নির্মিত এই স্থাপনা ভিক্টোরিয়ান ধাঁচের এবং প্রাচীন ঐতিহ্যের সাক্ষ্যবহন করে।

পর্যটকদের মতে, এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়। ভোরবেলা কিংবা সকালে, আকাশ পরিষ্কার থাকলেই দেখা মেলে বরফে ঢাকা সেই রাজশৃঙ্গের।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, তেঁতুলিয়ায় আজ সকাল নয়টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ। গতকাল বুধবার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ায় কয়েক দিনের মেঘাচ্ছন্ন আকাশ আজ অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এ জন্য সকাল থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তবে ২৮ সেপ্টেম্বর থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা আছে বলে তিনি জানান।
প্রতিনিধি/এজে