images

সারাদেশ

১৬ বছর পর মন্দির থেকে ১৪৪ ধারা প্রত্যাহার, চলছে পূজার আয়োজন

জেলা প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ এএম

দীর্ঘ ১৬ বছর পর ঠাকুরগাঁওয়ের ঐতিহাসিক রসিক রায় জিউ মন্দির থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। দীর্ঘ ১৬ বছর পরে এই অচলাবস্থা ভেঙে এ বছর প্রশাসনের উদ্যোগে দুই পক্ষের মধ্যে সমঝোতা করা হয়। এরপর স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা প্রত্যাহার করে মন্দির প্রাঙ্গণে দুর্গাপূজা আয়োজনের অনুমতি দিয়েছে। বর্তমানে এই মন্দির এলাকায় মূর্তি তৈরি ও মণ্ডপ সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।

জানা যায়, ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর সদর উপজেলার আউলিয়াপুরে শ্রীশ্রী রসিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজাকে কেন্দ্র করে ইসকনপন্থী এক পক্ষ ও অপর এক পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় মন্দিরের সেবায়েত ফুলবাবু নিহত হন। এর পর থেকেই দুর্গাপূজার সময় মন্দির এলাকায় জারি ছিল প্রশাসনের ১৪৪ ধারা। এ বছর প্রশাসনের উদ্যোগে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা প্রত্যাহার করে অনুমতি দিয়েছে মন্দির প্রাঙ্গণে দুর্গাপূজা আয়োজনের। ১৬ বছর পর এই মন্দিরে আবারও দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ায় ভক্ত ও স্থানীয়রা ভীষণ আনন্দিত।

Photo_TKG_(8)-Durga_Puja_celebrated_at_Rasik_Roy_Jiu_Temple_after_16_long_years_-_Hindus_are_filled_with_excitement

শনু রাম বলেন, এতদিন পরে মন্দিরে পূজা হচ্ছে দেখে বুক ভরে গেছে। মনে হচ্ছে, আমাদের প্রাণের উৎসব ফিরে এসেছে।

আনন্দাশ্রু নিয়ে সুজলা রাণী বলেন, শিশু বয়সের পর আবার এখানে পূজা দেখছি। এতে আমরা খুবই খুশি।

অনিক রায় অভিষেক জানান, আমার বর্তমান বয়স ২০ বছর। আমার বুজ হওয়ার পর এখানে একবার পূজা হতে দেখেছিলাম। তার পর থেকে আর দেখিনি। এবার জেলা প্রশাসকের সহয়োগিতায় এখানে আবারও পূজা হচ্ছে। এতে যে আমরা কতটা আনন্দিত তা ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের তরুণ প্রজন্মের কাছে এটা এক ঐতিহাসিক মুহূর্ত।

সান্তনা রাণী বলেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। পূজায় আমরা সকলে মিলেমিশে আনন্দ করতে পারবো।

Photo_TKG_(2)-Durga_Puja_celebrated_at_Rasik_Roy_Jiu_Temple_after_16_long_years_-_Hindus_are_filled_with_excitement

খগেন চন্দ্র নামে সেখানে দায়িত্বে থাকা এক গ্রামপুলিশ বলেন, এখানে সবাই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পূজা আয়োজনের কাজ করছেন। আশা করি, কোনো সমস্যা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন হবে।

শারদীয় দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়—এটি বাঙালির হাজার বছরের সংস্কৃতির ঐতিহ্য। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রসিক রায় জিউ মন্দিরে সেই ঐতিহ্যের পুনর্জাগরণ ভক্তদের প্রাণে এনেছে নতুন উচ্ছ্বাস। মূর্তি তৈরির ও মণ্ডপ সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা।

 

মন্দিরের বর্তমান সেবায়েত অপু সরকার ঢাকা মেইলকে বলেন, ২০০৯ সালের সেই ঘটনাই আমাদের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছিল। ফুলবাবুর মৃত্যুতে মন্দিরে এক দুঃসহ পরিস্থিতি তৈরি হয়। তখন থেকে পূজা বন্ধ ছিল। দীর্ঘ ১৬ বছর পর জেলা প্রশাসকের সহযোগিতায় আবার পূজা আয়োজন করতে পারায় আমাদের আনন্দ যেন দ্বিগুণ হয়েছে। এতে অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই জেলা প্রশাসককে।

জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, তাদের মধ্যে যেটুকু সমস্যা আছে আশা করছি সেটাও পূজার পরে সমাধান হয়ে যাবে।

প্রতিনিধি/টিবি