জেলা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শিউলী বেগম (৩০) নামের এক গৃহবধূর পা ও গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ১ নম্বর কাটাবাড়ী গ্রামের একটি জঙ্গল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিউলী বেগম ওই গ্রামের ফরিদুল ইসলামের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে কাটাবাড়ী ইউপি সদস্য স্থানীয়দের বরাত দিয়ে বলেন, শনিবার রাত ৮টার দিকে স্বামী ফরিদুলের বাড়ির পশ্চিম পাশে এক পরিত্যক্ত জঙ্গলে শিউলী বেগমের লাশ পড়ে থাকতে দেখা যায়। এটি একটি পরিকল্পিত হত্যা বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, খবর পেয়ে ১ নম্বর কাটাবাড়ী এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।
প্রতিনিধি/এসএস