images

সারাদেশ

বঙ্গোপসাগরে জেলের জালে ২ কেজির ইলিশ, সাড়ে ৬ হাজারে বিক্রি

জেলা প্রতিনিধি

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৫ পিএম

বঙ্গোপসাগরের মোহনায় জেলেদের জালে উঠল ২ কেজি ১০০ গ্রাম ওজনের এক বিশাল ইলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালীর ধূলাসার ইউনিয়নের আশাখালীর জেলে গিয়াসউদ্দিনের জালে ধরা পড়ে মাছটি।

আরও পড়ুন

পদ্মায় ধরা সাড়ে ২২ কেজির ঢাই মাছ, ১ লাখ ৪ হাজার টাকায় বিক্রি

পরদিন সকালে মাছটি স্থানীয় আড়ত মেসার্স হামিম ফিসে আনা হলে নিলামে প্রতি মণ ১ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি হয়। এতে প্রতি কেজির দাম দাঁড়ায় ৩ হাজার ১২৫ টাকা। ফলে পুরো মাছটি বিক্রি হয় ৬ হাজার ৫৬২ টাকায়। মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী বন্ধন ফিস-২ এর মালিক ইলিয়াস হোসেন।

IMG-20250920-WA0036

জেলে গিয়াসউদ্দিন জানান, শুক্রবার বিকেলে আশাখালীর মোহনায় পেতে রাখা জাল তোলার সময় হঠাৎই এ বড় মাছ উঠে আসে। বড় ইলিশ পেয়ে আমরা সবাই আনন্দিত। বাজারে এনে নিলামে ভালো দামও পেয়েছি, বলেন তিনি।

IMG-20250920-WA0035

ক্রেতা ইলিয়াস হোসেন বলেন, দুই কেজির বেশি ওজনের ইলিশ সচরাচর দেখা যায় না। মাছটি ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় জেলেদের জালেও এখন বড় আকারের ইলিশ উঠছে। এটি জেলেদের জন্য আনন্দের খবর।

প্রতিনিধি/এসএস