জেলা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৪ এএম
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সন্তান ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রুবিনা আফছানা রিংকির মরদেহ হেলিকপ্টারে পৌঁছানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাড়িতে পৌঁছায়।
নিহত রিংকি ওই গ্রামের গ্রামের আব্দুর রহমান মাস্টারের মেয়ে।
পারিবারের পক্ষ থেকে জানানো হয়, বুধবার (১৭ সেপ্টেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সফরে খাগড়াছড়ির সাজেক যাওয়ার পথে হাউজপাড়া এলাকায় পর্যটকবাহী জীপ খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিংকি মারা যায়। এসময় তার সাথে থাকা আরও ১১ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। এরপর বৃহস্পতিবার বিকেলে রিংকি’র মরদেহ হেলিকপ্টারযোগে প্রথমে উপজেলার হাসবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে। পরে অ্যাম্বুলেন্সে তার গ্রামের বাড়ী ভবানীপুরে নিয়ে যাওয়া হয়। এসময় শতশত মানুষ তাকে এক নজর দেখার জন্য ছুটে আসে। সবার প্রিয় রিংকি’র অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে রাত ৮টায় তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
প্রতিনিধি/ এজে