images

সারাদেশ

দিনাজপুরে প্রবাসীর বাড়িতে চুরি

জেলা প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৮ পিএম

দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকায় এক সৌদি প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোর ৬ ভরি স্বর্ণালংকার,নগদ দুই লাখ টাকাসহ দলিলপত্র, দামি কাপড়-চোপড় নিয়ে গেছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌর এলাকার স্বজনপুকুর বুন্দি পাড়া গ্রামে মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর ছেলে সৌদি প্রবাসী শরিফুল ইসলাম বিপ্লবের বাড়ীতে এই চুরির ঘটনা ঘটে।

বাড়িতে থাকা সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা, জমির দলিল, আয়করের কাগজপত্রসহ দামি পোশাক-আশাক তালা ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে বলে জানিয়েছেন সৌদি প্রবাসী শরিফুল ইসলাম বিপ্লব।

তিনি আরও জানায়,তারা চিকিৎসার জন্য এক সপ্তাহ থেকে পরিবারসহ সকলে ঢাকায় ছিলেন। ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ঢাকা থেকে বাড়িতে এসে দেখতে পায় তার বাড়ির গ্রীল কেটে ঘরের তালা ভেঙ্গে জমির দলিল, নগদ টাকা স্বর্ণালংকার চুরি গেছে।

এ ঘটনায় সৌদি প্রবাসী শরিফুল ইসলাম বিপ্লব বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

স্থানীয়দের অভিযোগ বুন্দিপাড়া গ্রামসহ রেলগেট বাজারে এর আগেও একাধিক চুরির ঘটনা ঘটেছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশ্রাফুল ইসলাম বলেন,অভিযোগ পেয়ে চুরির ঘটনাটির তদন্ত করা হচ্ছে।

এইচই