images

সারাদেশ

ভোলায় অটোরিকশা উল্টে নারী নিহত

জেলা প্রতিনিধি

২৮ জুন ২০২২, ০২:১৪ পিএম

images

ভোলার দৌলতখান উপজেলায় অটোরিকশা উল্টিয়ে এক নারী যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের নাস বিবি কুলসুম (৪৬)। তিনি  ওই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, ওই নারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে এক অটোরিকশাযোগে দৌলতখান বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। অটোরিকশাটি ওই ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ডোবায় পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় ওই নারীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টিবি