জেলা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম
মানিকগঞ্জে আরিল ইসলাম মুন (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ সেপ্টেম্বর) মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের সোনাকান্দর গ্রামে এই ঘটনা ঘটে।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।
নিহত মুন সোনাকান্দর গ্রামের আলমগীরের মেয়ে। একই গ্রামে তার নানার বাড়ি। মুনের মা প্রবাসী। তার বাবা চাকরিসূত্রে ঢাকায় থাকেন। মুনের মরদেহ পুলিশ তার নানার বাড়ির ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।
পুলিশ পরিবারের বরাত দিয়ে জানান, এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে মুন এক বিষয়ে অকৃতকার্য হয়। সে কারণে মুন আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছে তার পরিবার।
এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, মুনের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এসএস