উপজেলা প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫০ পিএম
বাংলাদেশের অর্থনীতিতে রফতানিমুখী শিল্প খাতের অন্যতম সম্ভাবনাময় খাত হয়ে উঠেছে জাহাজ শিল্প। দেশের পোশাক শিল্পের পর এখন সবচেয়ে অগ্রসরমান শিল্প হিসেবে জাহাজ শিল্পকে চিহ্নিত করছেন সংশ্লিষ্টরা। এই খাতকে আরও শক্তিশালী ও কাঠামোগতভাবে উন্নত করতে শিগগিরই নতুন আইন প্রণয়ন করবে অন্তর্বর্তীকালীন সরকার।
এমনটাই জানিয়েছেন শিল্প ও গৃহায়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় অবস্থিত আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড-এ তুরস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য নির্মিত একটি কার্গো জাহাজ হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আদিলুর রহমান খান বলেন, ‘বর্তমানে দেশে পোশাক শিল্পের পর জাহাজ শিল্প সবচেয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা চাই এই শিল্পের বিকাশকে টেকসই করতে প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়ন হোক। ভবিষ্যৎ সরকার এই ধারা অব্যাহত রেখে দেশকে আরও এগিয়ে নেবে।
তিনি আরও বলেন, ‘আমরা চাই, বাংলাদেশ শুধু বাণিজ্যে নয়, প্রতিরক্ষা ও প্রযুক্তিতেও আত্মনির্ভরশীল হোক। আনন্দ শিপইয়ার্ডসহ অন্যান্য প্রতিষ্ঠান দেশের জন্য গর্বের প্রতীক হয়ে উঠুক। এই সাফল্যকে আমরা অভিনন্দন জানাই।’
গণঅভ্যুত্থানের পর সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিভিন্ন ঘাত-প্রতিঘাত ও প্রতিকূলতা অতিক্রম করে সরকার জনগণের শক্তিতে বলিয়ান হয়ে উঠছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে এই সরকারের কার্যক্রম পরিপূর্ণতা পাবে। আগামীর নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তুরস্কের রাষ্ট্রদূত বিল্লাহ, শিল্প মন্ত্রণালয়ের সচিব নুরুজ্জামান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, এবং আনন্দ শিপইয়ার্ড-এর চেয়ারম্যান ড. আব্দুল বারিকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড নির্মিত ‘ডব্লিউ-ই-এস ওয়্যার’ নামের ৫ হাজার ৫শত ডিডব্লিউটি (ডেড ওয়েট টন) ধারণক্ষমতা সম্পন্ন একটি মাল্টিপারপাস কার্গো জাহাজ তুরস্কের প্রতিষ্ঠানের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
৩৩১ ফুট দীর্ঘ এই জাহাজটি খাদ্যশস্যসহ বিভিন্ন পণ্য পরিবহনে সক্ষম বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
প্রতিনিধি/একেবি