জেলা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩ এএম
রাজবাড়ীর গোয়ালন্দে দ্রুতগতির একটি যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী সঞ্জয় মণ্ডল ও স্ত্রী শ্রাবনী ভাদুড়ী নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে।
আহত অবস্থায় তাদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
নিহত সঞ্জয় মণ্ডলের শ্যালক অপূর্ব ভাদুড়ী জানান, ঘটনাস্থলেই তার বোন শ্রাবনীর মৃত্যু হয়। পরে আহত ভগ্নিপতি সঞ্জয়কে ফরিদপুর থেকে ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তারও মৃত্যু হয়।
আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিম শেখ বলেন, বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে স্বামী-স্ত্রী ঢাকা থেকে ফরিদপুরের মধুখালীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহনের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই শ্রাবনীর মৃত্যু হয়। পরে রাতে ঢাকা নেওয়ার পথে সঞ্জয়েরও মৃত্যু হয়।
এ ব্যাপারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিনিধি/একেবি