images

সারাদেশ

সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিক হস্তান্তর করল বিএসএফ

জেলা প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে এক বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ । 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কুমিল্লাপাড়া সীমান্ত দিয়ে হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ৮ স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক

হস্তান্তরকৃত ব্যক্তির নাম - নিমাই মন্ডল (৪৩)। তিনি গাজীপুর জেলার কালিগঞ্জ থানার নাগরী পাড়ার টেক এলাকার জগদীশ মন্ডলের ছেলে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আজ দুপুর ২টার দিকে ভারতীয় ১৯৪ বিএসএফ ব্যাটালিয়ন শিলবাড়িয়া ক্যাম্প নিমাইকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টাকালে আটক করে। এরপর বিএসএফ উক্ত বাংলাদেশিকে ফেরত নেওয়ার জন্য বিজিবিকে অনুরোধ করে । বিজিবি যাচাই-বাছাই শেষে বিকেল ৫টার দিকে কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে নিমাইকে বিএসএফ-এর নিকট থেকে গ্রহণ করে।

আরও পড়ুন: সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর

তিনি আরও জানান, উল্লিখিত ব্যক্তিকে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে মহেশপুর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

প্রতিনিধি/ এমইউ