images

সারাদেশ

গাজীপুরে উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

জেলা প্রতিনিধি

০২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২০ পিএম

গাজীপুরর শ্রীপুরের সিএন্ডবি বাজার এলাকায় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকান পাট ও স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। এসময় দখলকারী ও স্থানীয়দের হামলায় দু’জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ, সড়ক  বিভাগের সদস্যরা যৌথভাবে অংশ নেন।

541243239_788920650357002_7626030810232808456_n

অভিযান চলাকালে হামলায় আহতরা হলেন, সার্ভেয়ার রবিউল হোসেন ও সেকশন অফিসার সাইদুর রহমান।

আরও পড়ুন

সরকারি চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে জবরদখল করে অসংখ্য অবৈধ স্থাপনা নির্মাণ করেছে একটি চক্র। এতে সড়কের একটি উল্লেখযোগ্য বড় অংশ বেদখল হয়ে যায়। পরে সেগুলো চিহ্নিত করে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়।

মঙ্গলবার অভিযানে দীর্ঘদিন ধরে দখল করে রাখা দোকানপাটসহ অবৈধভাবে নির্মিত ৭০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

অভিযান চলাকালে সড়ক ও জনপথ বিভাগের দুইজন কর্মকর্তা কর্মচারী পেছনে পড়ে গেলে দখলকারীরা তাদের ওপর হামলা চালায় এবং মারধর করে। পরে দৌড়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

541272234_749571767984566_156527445131031816_n

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরীর বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টার বাড়ি বাজার থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক জনপথ বিভাগের অধিগ্রহন করা জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে গত ২৮ আগস্ট  গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এরই ধারাবাহিকতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক জনপথ বিভাগ। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। তবে অভিযানকালে হামলার ঘটনায় কারা জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিনিধি/এসএস