জেলা প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৫, ০৪:১৬ পিএম
মানিকগঞ্জে ২৫ বছরের পুরাতন সচল রাস্তা বন্ধে করে দেওয়ায় মানববন্ধন করেছেন গ্রামবাসী। সে কারণে দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে সদর উপজেলার পশ্চিম দাশড়ার রমজান আলী রোডে শতাধিক গ্রামবাসী এই মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, অ্যাড. জসিম উদ্দিন আহমেদ, প্রফেসর ইন্তাজ উদ্দিন, গাজী ময়েদুল আলম, মো. মাহাবুবুল আলম উজ্জ্বল, অ্যাড. মফিজুল ইসলাম বুলবুল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পশ্চিম দাশড়া গ্রামের বিএনপির নেতা আলী আশরাফের বাড়ির পশ্চিম সীমানা ঘেঁষে রাস্তা দিয়ে ২৫ বছর ধরে যাতায়াত করেন গ্রামবাসী। হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে সেই রাস্তা আলী আশরাফসহ তার ভাইয়েরা মিলে সামনে গেট ও পেছনে ইটের ওয়াল তুলে বন্ধ করে দেয়। সে কারণে গ্রামের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের চলাচলে দুর্ভোগে পড়েছেন।
বক্তারা আরও জানান, আলী আশরাফের বাবা মৃত রহমত আলী গ্রামের মানুষের চলাচলের জন্য রাস্তাটি দলিল করে দিয়েছেন। সে জন্য পৌরসভা থেকে এই রাস্তাটির ওপরে মাটিও ফেলা হয়েছে। আজ তার সন্তানেরা সেই রাস্তাটি বন্ধ করে বেআইনিভাবে দখল করেছেন। এমতাবস্থায় রাস্তাটি দখলমুক্ত করে পুনরায় গ্রামবাসীর চলাচলের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আশরাফ বলেন, রাস্তাটি আমার পারিবারিক। আমার বাবা তার ছেলে মেয়েদের চলাচলের জন্য লিখে দিয়েছিলেন। রাস্তার দু’পাশের স্থাপনা আমাদের জমির ওপরেই করা হয়েছে। এই রাস্তাটি গ্রামবাসীর জন্য নয়।
প্রতিনিধি/এসএস