জেলা প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৫, ০৭:৩২ পিএম
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও গরু জব্দ করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলা সীমান্ত এলাকা থেকে এগুলো আটক করা হয়।
আরও পড়ুন: সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর
বিজিবি জানায়, ফেনী ব্যাটালিয়নের টহল দল ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও গরু আটক করা হয়।
এগুলোর আনুমানিক বাজার মূল্য আট লাখ ৩৪ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মালামাল নিকটস্থ থানা ও কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
আরও পড়ুন: সীমান্তে ৫০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/ এমইউ