images

সারাদেশ / শিক্ষা

‘শিক্ষকতা আর ব্যবসা এক নয়’

জেলা প্রতিনিধি

২৬ আগস্ট ২০২৫, ০৫:০০ পিএম

শিক্ষাকতা আর ব্যবসা-বাণিজ্য এক নয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইভেট পড়ানো বা কোচিং বাণিজ্য করা যাবে না বলে জানিয়েছেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান।

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলা অডিটিডিয়ামে আয়োজিত মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মাসিক সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

ভিকারুননিসায় হিজাবকাণ্ডে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এখনকার শিক্ষার্থীদের মানসিকতা অনেক বিবর্তন এসেছে। আপনাদের সময়কার অবস্থার সঙ্গে এখনকার সময়ের মিল নেই। সে বিষয়গুলো বিবেচনায় এনে শিক্ষার্থীদের শিক্ষাদান করতে হবে।

thumbnail_1000008232

তিনি বলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানো ও শিক্ষকদের কোচিং সেন্টার পরিচালনার খবর পাওয়া যায়, যা কাম্য নয়। কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই প্রাইভেট পড়ানো যাবে না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিতে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছাড়াও সদর উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রিড়া শিক্ষকরা মাসিক সভায় উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস