জেলা প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৫, ০২:২০ পিএম
জমি নিয়ে বিরোধের জেরে চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়নে চাচাতো ভাইদের হামলায় মিরাজ (২০) নামের এক যুবক খুন হয়েছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ভালাইপুর মোড়ের অদূরে পোলের মাঠে এ ঘটনা ঘটে। এসময় নিহতের বাবা তৈয়ব আলী (৪০) গুরুতর জখম হন।
পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
ঘটনার পরপরই চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ অভিযুক্ত বাবু (৪৩) ও রাজুকে (৩২) ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে তৈয়ব আলী ও তার ছেলে মিরাজের সঙ্গে আপন ভাতিজা বাবু (দুখমিয়ার ছেলে) এবং ভাগ্নে রাজু (মৃত রহমানের ছেলের বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি।
আরও পড়ুন
আজ দুপুরে তৈয়ব আলী ও তার ছেলে মিরাজ মাঠে চাতালে পাট শুকানোর সময় বাবু ও রাজু তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মিরাজ নিহত হন এবং তৈয়ব গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।
এ প্রসঙ্গে আলুকদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আল বেলাল জানান, শরিকের জমি নিয়ে কয়েক মাস ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। একাধিকবার স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করা হয়। কিন্তু কোনো সুরাহা হয়নি। শেষ পর্যন্ত আজ এই ঘটনা ঘটেছে।
প্রতিনিধি/ এজে