images

সারাদেশ

খুলনার নতুন ডিসি তৌফিকুর রহমান

জেলা প্রতিনিধি

২৫ আগস্ট ২০২৫, ০৩:৫৪ পিএম

খুলনার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমান।

সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে, তৌফিকুর রহমান অর্থ বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

1751204223-8bf607016eb464b5096df01f2ee0c720

প্রতিনিধি/এসএস