images

সারাদেশ

অতিরিক্ত দামে সার বিক্রি করায় লাখ টাকা জরিমানা, ৮ বস্তা নকল সার জব্দ

জেলা প্রতিনিধি

২৪ আগস্ট ২০২৫, ০৬:৩২ পিএম

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিএসপি সার বিক্রির অভিযোগে চুয়াডাঙ্গায় একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (২৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় নকল সন্দেহে ৮ বস্তা সারও জব্দ করা হয়।

thumbnail_IMG_20250824_120752

অভিযান সূত্রে জানা গেছে, স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে আকন্দবাড়িয়ার কামরুল ট্রেডার্সে অভিযান চালানো হয়। সেখানে টিএসপি সার সরকার নির্ধারিত ১ হাজার ৩৫০ টাকার পরিবর্তে ১ হাজার ৮৫০ টাকা এবং টিএসপি (বাংলা) ১ হাজার ৩৫০ টাকার পরিবর্তে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। এছাড়া দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশকও মজুত পাওয়া যায়। এর প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং নকল সন্দেহে ৮ বস্তা বাংলা টিএসপি সার জব্দ করা হয়।

আরও পড়ুন

কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ ব্যক্তির কারাদণ্ড

thumbnail_20250824_115905

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, জব্দ করা সার পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে এলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস