images

সারাদেশ

সেই রইস উদ্দিনের বাড়িতে গেলেন অপু বিশ্বাস

জেলা প্রতিনিধি

১৯ আগস্ট ২০২৫, ০৭:০৩ পিএম

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করে জাল টাকা পেয়ে প্রতারিত হয়েছিলেন বৃদ্ধ রইস উদ্দিন। সেই ঘটনা নজরে এসেছিল চিত্রনায়িকা অপু বিশ্বাসের। নিজ খরচে তিনি রইস উদ্দিনকে সৌদি আরব পাঠান পবিত্র ওমরাহ পালন করতে।

মঙ্গলবার(১৯ আগস্ট) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামে ওই বৃদ্ধ রইসের বাড়িতে আসেন অপু বিশ্বাস। এসময় অপু বিশ্বাসের সঙ্গে তার ভাই ছিলেন।

গত ২৫ জুলাই বৃদ্ধ রইস উদ্দিন অভিনেত্রী অপু বিশ্বাসের আর্থিক সহযোগিতায় ওমরাহ পালনে যান।

অপুর ফেসবুক আইডি থেকে একটি লাইভ করা হয় যেখানে অপু বিশ্বাসকে রইস উদ্দিনের বাড়িতে প্রবেশ করতে দেখা যায়। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন লোকজনকে দেখা গেছে। রইস উদ্দিনকেও দেখা যায় অপু বিশ্বাসকে অভ্যর্থনা জানিয়ে বাড়িতে নিয়ে যেতে। আশেপাশের মানুষজনও অপু বিশ্বাসকে দেখতে ভিড় জমায়।

লাইভের ক্যাপশনে অপু লিখেছেন, ‘রইস উদ্দিন চাচার সাথে সাক্ষাৎ।’ অপুর সেই লাইভে তার ভক্ত অনুরাগীরা অভিনেত্রীকে প্রশংসায় ভাসিয়েছেন।

বৃদ্ধ রইস উদ্দিন ঢাকা মেইলকে বলেন, এত বড় অভিনেত্রী আমাকে দেখতে আমার বাড়িতে এসেছেন। অনেক ভাল লেগেছে। তিনি আমার এবং পরিবারের খোঁজ-খবর নিয়েছেন। তার টাকায় আমি হজ করে এসেছি। আল্লাহপাক তাকে ভালো রাখুক।

উল্লেখ্য, গত কোরবানির ঈদে রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ি হাটে কোরবানির গরু বিক্রি করে ১ লাখ ২৩ হাজার জাল টাকা  পেয়ে প্রতারিত হন নাটোরের সিংড়া উপজেলার কৃষক রইস উদ্দিন। হাটে কান্নায় ভেঙ্গে পড়েন কৃষক রইস। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নজরে আসে চিত্রনায়কা অপু বিশ্বাসের। পরে তিনি ওই বৃদ্ধকে ওমরাহ করার যাবতীয় খরচ বহন করেন। এবং তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা সহযোগিতা পান। 

প্রতিনিধি/এজে