images

সারাদেশ

পদ্মা সেতুর উদ্বোধন, সিলেটেও বিভিন্ন আয়োজন

জেলা প্রতিনিধি

২৫ জুন ২০২২, ০৩:৪১ পিএম

পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ জুন) সকাল থেকে এ উপলক্ষে সারাদেশে চলছে নানা অনুষ্ঠান। বাদ নেই বন্যা কবলিত জেলা সিলেটও। 

শনিবার (২৫ জুন) সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন রাজনীতিবিদ, আমলা ও সুধীজনেরা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট রেঞ্জ ডিআিইজি মফিজুর রহমান, সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান, জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমেদ, জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, বাফুফের কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম প্রমুখ।

মূল উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পর সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বেলুন ওড়ান অতিথিরা।

পরে জেলা পুলিশের উদ্যোগে আনন্দ র‌্যালি বের করা হয় এবং কেক কাটা হয়। 

প্রতিনিধি/এএ