জেলা প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৫, ০৬:০৯ পিএম
নাটোরের নলডাঙ্গায় অসীম সরদার (৩৫) নামে এক সাপে কাটা রোগী সাপ নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে হাজির হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে নাটোর সদর হাসপাতালে ভর্তি হন তিনি।
অসীম সরদার নলডাঙ্গা উপজেলার মোমিনপুর সরদারপাড়া গ্রামের দিনু সরদারের ছেলে।
আরও পড়ুন: উলিপুরে ১০ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার
পরিবার ও স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে ঘরের মেঝেতে পা দিতেই একটি বিষাক্ত সাপ অসীমের পায়ে কামড় দেয়। এ সময় তার চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে আসেন। এসে তার পায়ে রক্ত দেখতে পান। পরে খোঁজাখুঁজি করে ঘরের চালের ড্রামের নিচে একটি গর্ত থেকে সাপটিকে বের করে খাঁচায় আটকে রাখেন তারা।
আরও পড়ুন: সাপের কামড়ে মাগুরায় স্কুলছাত্রীর মৃত্যু
আহত অসীম সরদার বলেন, ঘুম থেকে উঠে মেঝেতে পা রাখতেই সাপ কামড়ে দেয়। সাপে কাটা স্থান থেকে চাপ দিয়ে রক্ত বের করি। চালের ড্রাম সরিয়ে গর্ত থেকে সাপটি ধরি। এরপর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছি। এখন সুস্থ আছি।
নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহাবুব রহমান বলেন, বিষয়টি জেনেছি। রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বর্তমানে ভালো আছেন।
প্রতিনিধি/ এমইউ