জেলা প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৫, ১০:৫৩ পিএম
গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন সিকদারকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের মান্দার তলার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেফতার
গ্রেফতার সুজন সিকদার গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন সিকদারের ছোট ভাই ও মান্দারতলা এলাকার দ্বীন ইসলাম সিকদারের ছেলে।
তাকে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন।
আরও পড়ুন: চাঁদপুরের ৫ সংসদীয় আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী চূড়ান্ত
তিনি জানান, গোপালগঞ্জের পৌরপার্কের উন্মুক্ত মঞ্চে গত ১৬ জুলাই এনসিপির পথসভায় হামলা ও সহিংসতার ঘটনায় পুলিশের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় সুজন সিকদারকে গ্রেফতার করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ