images

সারাদেশ

সেন্টমার্টিন সাগরে পাওয়া যাচ্ছে বড় আকারের মাছ

জেলা প্রতিনিধি

১৩ আগস্ট ২০২৫, ০৭:৩৪ এএম

সেন্টমার্টিন সাগরে এক জেলের বড়শিতে ধরা পড়েছে সুস্বাদু দুই গোয়া মাইট্যা। মাছ দুটির ওজন হয় ৪৫ কেজি। পরে স্থানীয় বাজারে বিক্রি করে দাম পাওয়া যায় ২৪ হাজার ৭৫০ টাকা। 

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা স্থানীয় জেলে বশির আহমদের বড়শিতে মাছ দুটি ধরা পড়ে।

এ বিষয়ে জেলে বশির আহমদ বলেন, বিকেলে  সাগরে বড়শি ফেলে মাছ ধরছিলাম। কিছুক্ষণ পর ধাপে ধাপে দুটি সামুদ্রিক গোয়া মাইট্যা মাছ আমার বড়শিতে ধরা পড়ে। মাছ দুটির ওজন ৪৫ কেজি। স্থানীয় মাছ ব্যবসায়ীদের কাছে প্রতি কেজি ৫৫০ টাকা করে মোট ২৪ হাজার ৭৫০ টাকা মূল্যে মাছ দুটি বিক্রি করা হয়।

তিনি আরও বলেন, বড়শি ফেলে সাগরে মাছ ধরতে গেলে বিভিন্ন সময় বড় বড় সামুদ্রিক মাছ পাওয়া যায়। এখানে অন্যান্য জেলেদের বড়শিতেও বড় মাছ ধরা পড়ে। বড় মাছ পেলে জেলেদের মনে অনেক আনন্দ হয়৷ কারণ বড় মাছের দামও বেশি খেতেও বেশ মজার। 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফয়েজুল ইসলাম বলেন, এখানে প্রায় সময় বড় বড় মাছ পাওয়া যায়। মূলত সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা এবং নানা প্রাকৃতিক কারণে এখানে মাছ গুলো বড় হওয়ার সুযোগ পায়। যার কারণে বড়শি এবং জালে বড় আকারের মাছ ধরা পড়ছে। 

টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, সামুদ্রিক গোয়া মাইট্যা মাছ খেতে খুবই সুস্বাদু। ইতঃপূর্বে সাগরে মাছ ধরার ওপর সরকারি বিধিনিষেধ মানার কারণে জেলেরা এখন সাগরে বড় মাছ পাচ্ছেন।

প্রতিনিধি/ এজে