জেলা প্রতিনিধি
১০ আগস্ট ২০২৫, ০৭:৫৫ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নৌকায় শুয়ে থাকা নিয়ে কথা কাটাকাটির জেরে বৈঠার আঘাতে মনিন্দ্র দাস (৫৫) নামে এক জেলেকে হত্যার ঘটনা ঘটেছে।
গত (৭ আগস্ট) বৃহস্পতিবার নদীতে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে। পরে শনিবার (৯ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় মনিন্দ্র দাস মারা যান। এ ঘটনায় অভিযুক্ত কালী মোহন দাস (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: ফুলবাড়ীয়া সাংবাদিক তুহিনের দাফন সম্পন্ন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে নাসিরনগরের ভলাকুট উত্তরপাড়া গাঙ্গে মাছ ধরতে যান তিন জেলে কালী মোহন দাস, মনিন্দ্র দাস ও দিলীপ সরকার। এ সময় অসুস্থ থাকায় মনিন্দ্র দাস নৌকার ভেতরে শুয়ে ছিলেন। এ নিয়ে কালী মোহন দাস তাকে গালমন্দ করেন। এ সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে কালী মোহন দাস নৌকার বৈঠা দিয়ে মনিন্দ্র দাসের মাথায় আঘাত করেন।
আরও পড়ুন: ‘সাংবাদিক হত্যায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে’
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৯ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রতিনিধি/ এমইউ