জেলা প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৫, ১০:৪০ পিএম
কুড়িগ্রামের উলিপুরে ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় এক জেলে। ঘটনাটি ঘটে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকিরের চর এলাকায়।
শনিবার (৯ আগস্ট) বিকেলে বন বিভাগের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত সাপটিকে নিয়ে যায়।
আরও পড়ুন: বাঁশঝাড়ে পাওয়া গেল অজগর
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ফকিরের চরের বাসিন্দা আমজাদ আলী ব্রহ্মপুত্র নদের কোলায় নিষিদ্ধ চায়না ডারকি জাল পাতেন। এ সময় সাপটি মাছ খাওয়ার জন্য জালের ভেতরে ঢুকে পড়ে। আমজাদ আলী জাল তুলতে গেলে প্রায় ১৫ কেজি ওজনের ১০ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ দেখতে পান। এ খবর জানাজানি হলে এলাকার মানুষ ভিড় জমায়।
আরও পড়ুন: সাপের কামড়ে মাগুরায় স্কুলছাত্রীর মৃত্যু
বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য আব্বাস আলী বলেন, সাপটিকে দেখে এসেছি। পরে বন বিভাগের কুড়িগ্রাম প্রতিনিধি সাপ নিয়ে যায়।
উলিপুর উপজেলা বন বিভাগ কর্মকর্তা ফজলুল হক বলেন, সাপটি আঘাতপ্রাপ্ত, এটিকে উদ্ধার করে রংপুর চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।
প্রতিনিধি/ এমইউ