images

সারাদেশ

লোকসানে থাকা স্থলবন্দর বন্ধ করে দেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

জেলা প্রতিনিধি

০৯ আগস্ট ২০২৫, ০৫:৩৭ পিএম

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, যেসব স্থলবন্দর দিয়ে তেমন আমদানি-রফতানি হয় না এবং লোকসানে রয়েছে, সেসব বন্দর বন্ধ করে দেওয়া হবে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে দিনাজপুরের হাকিমপুরে হিলি স্থলবন্দর পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, দেশের ২৪টি বন্দরের মধ্যে ৮টি বন্দর বন্ধ করার পরিকল্পনা ছিল। এর মধ্যে ইতোমধ্যে ৪টি বন্দর বন্ধ হয়েছে। বর্তমানে বাকি ২০টি বন্দর থাকলেও কার্যকর বন্দর সংখ্যা ১২ থেকে ১৪টির বেশি নয়।

তিনি বলেন, যেসব বন্দর কার্যকর নয় এবং সারাবছরে মাত্র ১০ থেকে ৩০ হাজার টাকা আয় হয় অথচ ব্যয় হয় তার চেয়ে অনেক বেশি—এমন বন্দরের আধুনিকায়ন করে কোনো লাভ নেই। কার্যকর ও বড় বন্দরের উন্নয়ন এবং আধুনিকায়নের দিকেই আমরা গুরুত্ব দিচ্ছি।

আরও পড়ুন: সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

এর আগে, তিনি বন্দরের সভাকক্ষে কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। এ সময় ব্যবসায়ীরা বন্দরের রাস্তাঘাট সংস্কার, ওয়ারহাউজ, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমাধানের দাবি জানান। পরে তিনি বন্দর ও কাস্টমসের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন।

এসময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, কাস্টমসের রংপুর বিভাগীয় কমিশনার অরুণ কুমারসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এজে