images

সারাদেশ

সাপের কামড়ে মাগুরায় স্কুলছাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি

০৮ আগস্ট ২০২৫, ১০:১০ পিএম

মাগুরা সদর উপজেলার সাজিয়ারা গ্রামে সাপের কামড়ে তৃষা (০৭) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

সে ওই গ্রামের বাসিন্দা জুয়েল মোল্যার মেয়ে। তৃষা স্থানীয় সাজিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

আরও পড়ুন: কৃষি মাঠে বকের ঝাঁক, পথচারীরা মুগ্ধ

স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা জানান, শুক্রবার ভোররাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় তৃষাকে একটি বিষাক্ত সাপ দংশন করে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বন বিভাগের অভিযানে বান্দরবানে ২টি ধনেশ পাখি উদ্ধার

দুপুরে মাগুরা পৌর কবরস্থানের সামনে জানাজা শেষে তাকে দাফন করা হয়। শিশু শিক্ষার্থী তৃষার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা সম্পর্কে আমরা অবগত আছি। 

প্রতিনিধি/ এমইউ