জেলা প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৫, ১১:০৩ পিএম
হেফাজতে ইসলামের যুগ্ম আহবায়ক আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, ‘যেকোনো মূল্যে দেশের সকল মতের ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে যাতে আরেকটি ফ্যাসিস্ট শক্তি তৈরি না হয়, সেদিকে ধর্মপ্রাণ সকল মুসলিমকে সজাগ ও সতর্ক থাকতে হবে।’
তিনি বলেন, ‘ফ্যাসিস্টের পতন হলেও তাদের ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। ওলামায়ে কেরামরা হচ্ছেন দেশের সুসন্তান। ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না।’
বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় ফেনীতে হেফাজতে ইসলাম আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
২০১৩ সালে শাপলা চত্বর ও ২০২১ সালে ভাস্কর্য- মুদি আন্দোলনে হেফাজতের শহীদ এবং ২০২৪ সালের অভ্যূত্থানে শহীদ ও আহতদের স্মরণে এ সভার আয়োজন করা হয়।

হেফাজতে ইসলামের ফেনী জেলা সভাপতি মাওলানা আফজালুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন হেফাজতে ইসলাম ফেনী জেলার সহসভাপতি মাওলানা রুহুল আমীন, মাওলানা ইসমাইল হায়দার, মাওলানা আনোয়ার উল্লাহ, পরশুরাম উপজেলা সভাপতি মাওলানা আইয়ুব, দাগনভূঁইয়া উপজেলা সভাপতি মাওলানা সাইদুর রহমান, জুলাই বিপ্লবে শহীদ শ্রাবনের পিতা নেসার উদ্দীন,
শহীদ ইকরামের বাবা মাওলানা আনোয়ার হোসাইন, জুলাই সংগঠক মোহাইমিন তাজিম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ফেনী জেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা ওমর ফারুক। এছাড়া সভায় হেফাজতের কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ বক্তব্য দেন।
অনুষ্ঠানে জুলাই অভ্যূত্থানে দুই শহীদের পরিবার, দুজন আহত যোদ্ধা, শাপলা চত্বরে দুই শহীদের পরিবার ও আহত ১০ জনকে নগদ অর্থ ও উপহার দেওয়া হয়।
এএইচ