images

সারাদেশ

গজারিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাচীর ভেঙে আহত ৩ জন

জেলা প্রতিনিধি

০৭ আগস্ট ২০২৫, ০৩:৩৩ পিএম

মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি মালবাহী ট্রাকের ধাক্কায় বসতবাড়ির সীমানা প্রাচীর ভেঙে গিয়ে দুই শিশু শিক্ষার্থীসহ তিনজন গুরুতর আহত হয়েছে

বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী পূর্বপাড়া নতুন ব্রিজ সংলগ্ন এলাকায়দুর্ঘটনা ঘটে

আহতরা হলেনজামালদী এলাকার মফিজ উদ্দিনের ছেলে সারাফাত (৬), বিল্লাল হোসেনের মেয়ে জামিয়া (৬) এবং পথচারী মিজানুর রহমান

পুলিশপ্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল থেকে ফেরার পথে গাড়ির বেপরোয়া গতি দেখে শিশু দুটি রাস্তার পাশে স্থানীয় বাসিন্দা হাজী দেলোয়ার হোসেনের বাড়ির সীমানা প্রাচীরের পাশে দাঁড়ায়। এ সময় সামুদা কেমিক্যাল কোম্পানির একটি মালবাহী ট্রাক বেপরোয়া গতিতে এসে ওই সীমানা প্রাচীরে সজোরে ধাক্কা দিলে প্রাচীরটি ভেঙে শিশু দুটির ওপর পড়েএতে তারা গুরুতর আহত হয়। এ সময় অজ্ঞাত পরিচয় এক পথচারীও গুরুতর আহত হন

দুর্ঘটনার পর স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়েতারা প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে এবং নিরাপদ সড়কের দাবিতে বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। এ ছাড়া কোম্পানির দুটি গাড়ি আটক করে চালকসহকারীকে মারধর করা হয়

আহত শিশু দুটিকে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে দুই শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং অপর আহত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীনখবর পেয়ে পুলিশউপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেনপরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন

 

প্রতিনিধি/একেবি