images

সারাদেশ

চাঁদপুরের শাহরাস্তিতে খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রতিনিধি

০৬ আগস্ট ২০২৫, ০৩:০৩ পিএম

চাঁদপুরের শাহরাস্তিতে মেহের গোদা খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালটি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ঠাকুরবাজার এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানে দুটি ভবন ভেঙে ফেলা হয়। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ পুনরুদ্ধার সম্ভব হয়।

উপজেলা প্রশাসন জানায়, ঠাকুরবাজারের মাঝ দিয়ে প্রবাহিত মেহের গোদা খালের দুই পাড় দখল করে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী স্থায়ী ভবন নির্মাণ করে সেখানে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি পৌর এলাকার বিভিন্ন খালে পানি প্রবাহ নিশ্চিত করতে শুরু হয় উচ্ছেদ অভিযান। তারই ধারাবাহিকতায় ঠাকুরবাজারে আনোয়ার হোসেন লিটনের মালিকানাধীন ‘আমানিয়া হোটেল’ নামে একটি দ্বিতল ভবন এবং আমীর হোসেন গাজীর মালিকানাধীন একটি একতলা ভবন অপসারণ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, ‘ভবন মালিকদের একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা সাড়া না দেওয়ায় বাধ্য হয়ে প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। পর্যায়ক্রমে সকল অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/একেবি