জেলা প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৫, ১১:৫৭ এএম
লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হাসানুর রশিদ মাকসুদকে ঘিরে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি এবং ব্যক্তিগত জীবনের বিতর্ক নিয়ে চলছে ব্যাপক আলোচনা। একইসঙ্গে সাম্প্রতিক সময়ে তার কর্মস্থলে অনুপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে।
গত বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে অফিসে দেখা যাচ্ছে না হাসান মাকসুদকে। তার অনুপস্থিতির পেছনে ছুটির আবেদন থাকলেও এখনো তা অনুমোদিত হয়নি।
জানা গেছে, জেলা প্রশাসকের কাছে ১১ দিনের নৈমিত্তিক ছুটি ও কর্মস্থল ত্যাগের অনুমতির আবেদন করেছেন তিনি। তবে লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম হায়দার জানিয়েছেন, আমি আবেদন পেয়েছি, কিন্তু এখনো ছুটি অনুমোদন করা হয়নি।
শিল্পকলা একাডেমির অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রনি পারভেজ বলেন, বৃহস্পতিবার স্যার ছুটির জন্য দরখাস্ত দেন। শুক্র ও শনিবার অফিস বন্ধ থাকায় আমি রোববার সেই দরখাস্ত পাঠিয়েছি জেলা প্রশাসকের কার্যালয়ে।
তার অনুপস্থিতির মাঝেই গত রোববার (৩ আগস্ট) বিকেলে, অর্থাৎ অফিস চলাকালীন সময়ে, জেলা শিল্পকলা একাডেমিতে সরেজমিন গিয়ে দেখা যায়, কালচারাল অফিসার না থাকলেও তার স্ত্রী সেখানে উপস্থিত। তিনি সাংবাদিকদের জানান, গত দুই দিন ধরে আমার স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারছি না। তাই তাকে খুঁজতে আমি অফিসে এসেছি।
এর আগে, গত বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট শহরের সেনামৈত্রী হকার্স মার্কেটে হাসান মাকসুদ ও তার স্ত্রীর মধ্যে প্রকাশ্য বাকবিতণ্ডার ঘটনা প্রত্যক্ষ করেন দোকানিরা। ঘটনাস্থলে উপস্থিত একজন দোকানি, নাম প্রকাশে অনিচ্ছুক অবস্থায়, জানান— মাকসুদের স্ত্রীর হাতে একটি ল্যাপটপ ছিল। তিনি ল্যাপটপে থাকা কিছু ছবি ও ভিডিও নিয়ে তার স্বামীকে জিজ্ঞাসা করছিলেন। সেসময় মাকসুদ বারবার স্ত্রীকে বাড়ি ফিরে যেতে বলেন।
এদিকে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা গেছে, হাসান মাকসুদ এক নারীর সঙ্গে অন্তরঙ্গভাবে সেলফি তুলছেন। এই ছবি নিয়ে নানান প্রশ্ন উঠেছে—বিশেষ করে তার পারিবারিক জীবন ও দায়িত্বশীল পদে থাকার প্রেক্ষাপটে।
এই ঘটনা সামনে আসার পর খোঁজ নিয়ে আরও জানা যায়, বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে চাকরির সময়ও তার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। পরে তিনি বদলি হয়ে লালমনিরহাটে আসেন।
বিভিন্ন মাধ্যম থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও, হাসান মাকসুদের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে। ফলে তার বক্তব্য জানা যায়নি।
আজ ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিসহ সারাদেশেই রয়েছে সরকারি কর্মসূচি। এমন গুরুত্বপূর্ণ সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তার অনুপস্থিতি ও ব্যক্তিগত জীবনের বিতর্কিত ঘটনা ঘিরে প্রশ্ন উঠেছে তার দায়িত্ববোধ ও প্রশাসনিক নিষ্ঠা নিয়ে।
প্রতিনিধি/এইউ