images

সারাদেশ

স্বামীর সঙ্গে অভিমান, বিষ খেয়ে দুনিয়া ছাড়লেন স্ত্রী

জেলা প্রতিনিধি

০৫ আগস্ট ২০২৫, ০৮:৩৭ এএম

ভোলার বোরহানউদ্দিনে স্বামীর সঙ্গে অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে রিক্তা আক্তার (২৪) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের নতুন হাকিমউদ্দিন এলাকায় এ ঘটনা ঘটে।

বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) রিপন কুমার সাহা মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

রিক্তা চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের মৃত আব্দুর রহমানের মেয়ে এবং পক্ষিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হোসেন মিয়ার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

রিক্তার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ৭ বছর আগে পারিবারিকভাবে হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। শুরুতে সংসারজীবন সুখের হলেও পরবর্তীতে দু’জনের মধ্যে পরকীয়া সন্দেহে কলহের সৃষ্টি হয়।

একটি সূত্র বলছে, রিক্তা পরকীয়া প্রেমে আসক্ত ছিলেন। সোমবার দুপুরে হোসেন নদী থেকে রিক্তাকে ফোন করেন। এ সময় তার ফোন কিছু সময় ওয়েটিংয়ে ছিল। এরই জের ধরে হোসেন মুঠোফোনে রিক্তাকে গালমন্দ করেন। যার কারণে স্বামীর সঙ্গে রাগ-অভিমান করে রিক্তা ঘরে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন।

বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) রিপন কুমার সাহা বলেন, ‘রিক্তা পরকীয়া প্রেমে জড়িত ছিলেন এবং এ কারণে হোসেন তাকে গালমন্দ করেছেন—এমনটি আমরা লোকমুখে শুনেছি। ঘটনার প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

প্রতিনিধি/একেবি