images

সারাদেশ

হবিগঞ্জে ২১২ বোতল ভারতীয় মদ ও ৩১ কেজি গাঁজাসহ চোরাচালান পণ্য জব্দ

জেলা প্রতিনিধি

০৪ আগস্ট ২০২৫, ১০:৪৩ পিএম

হবিগঞ্জে ৫৫ বিজিবি গত ৪ দিনে ১০টি পৃথক বিশেষ অভিযান চালিয়েছে। এসব অভিযানে ভারতীয় গাঁজা, বিভিন্ন প্রকার মদ, ভারতীয় শাড়ি, কাবেরী মেহেদী, চকলেট, ফুসকা ও বাংলাদেশি মশার কয়েল এবং সেগুন কাঠসহ ২৪ লাখ ১৫ হাজার ৫০০ টাকা মূল্যের মালামাল জব্দ হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

thumbnail_Habiganj_Pic-60

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে একটি বড় চোরাচালান হতে পারে। এই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে কৌশলগত অবস্থান নেয়। সিলেট থেকে ঢাকামুখী দুইটি সন্দেহজনক গাড়ি তল্লাশি করে বিজিবি সদস্যরা ৯ হাজার ৭৬০ পিস ভারতীয় কাবেরী মেহেদী ও ২ হাজার ৮০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় চকলেট জব্দ করে। জব্দ করা পণ্যের মূল্য ৬ লাখ ৬৯ হাজার ৬০০ টাকা।

আরও পড়ুন

পঞ্চগড়ে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার

এছাড়াও জেলার মাধবপুর উপজেলার মনতলা ও হরিণখোলা বিওপির টহল দল কর্তৃক সীমান্তবর্তী বিভিন্ন স্থানে চোরাচালান প্রতিরোধে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৩১ কেজি ভারতীয় গাঁজা আটক করে। যার মূল্য ১ লাখ ৮ হাজার ৫০০ টাকা।

পাশাপাশি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কাকমারাছড়া, সিন্দুরখান এবং গুটিবাড়ী বিওপির টহল দল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২৪০ পিস ভারতীয় শাড়ি, ৬১ প্যাকেট ভারতীয় ফুসকা, ২১২ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় মদ, ১১৭০ প্যাকেট বাংলাদেশি মশার কয়েল, সেগুন কাঠ  জব্দ করেছে। যার মূল্য ১৬ লাখ ৩৭ হাজার ৪০০ টাকা।

thumbnail_Habiganj_Pic-61

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান এই সফল অভিযান প্রসঙ্গে বলেন, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান ও মাদক প্রতিরোধে ৫৫ বিজিবি অঙ্গীকারবদ্ধ। আমাদের জওয়ানরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাতে এই অবৈধ কার্যক্রমগুলো বন্ধ করা যায়। এই অভিযানগুলো আমাদের দৃঢ় প্রতিজ্ঞারই একটি প্রমাণ। আমরা ভবিষ্যতেও সীমান্ত এলাকায় কড়া নজরদারি রাখব এবং যেকোনো চোরাচালান ও মাদক পাচার প্রচেষ্টা কঠোরভাবে দমন করব। ৫৫ বিজিবি কর্তৃক জব্দ করা সব মালামাল এবং মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, জুলাই মাসে ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে ৪ কোটি ৩৬ লাখ ২ হাজার ২০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ হয়েছে।

প্রতিনিধি/এসএস