জেলা প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৫, ০৮:১১ পিএম
ঠাকুরগাঁওয়ে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও অনলাইন ক্যাসিনো খেলার সরঞ্জামসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী ফিডার স্কুল পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাইফুল সরকার।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—সদর উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী হাটপাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে আব্দুল কাইয়ুম, কচুবাড়ী মিল পাড়া গ্রামের মৃত সফিউল ইসলামের ছেলে মোস্তফা কামাল, কচুবাড়ী চেয়ারম্যান পাড়া গ্রামের মেরাজ উদ্দীনের ছেলে মোমিনুল ইসলাম মোমিন, কচুবাড়ী বাজার গ্রামের আব্দুল জলিলের ছেলে কামরুল ইসলাম, মধ্য কচুবাড়ী গ্রামের বুধারু রায়ের ছেলে তাপস রায়, একই গ্রামের জীতেন্দ্র নাথের ছেলে ধর্ম নারায়ণ।
![]()
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল সরকার জানান, আটক ব্যক্তিরা একটি পুকুরপাড়ে বসে মাদক সেবন ও অনলাইন ক্যাসিনো খেলছিলেন। এসময় তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা ও ৮টি স্মার্টফোন জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। জব্দ করা মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
প্রতিনিধি/এসএস