জেলা প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৫, ০৬:১৯ পিএম
দিনাজপুরের হিলি স্থলবন্দরে জিরার দাম কমতে শুরু করেছে। তিন সপ্তাহ আগে যেখানে প্রতি কেজি জিরার দাম ছিল ৬০০ টাকা, এখন তা বিক্রি হচ্ছে ৫৩০ টাকা কেজি দরে। ফলে সাধারণ ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।
সোমবার (৪ আগস্ট) সকালে হিলি মসলা বাজারে ঘুরে দেখা যায়, জিরার দামে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
ব্যবসায়ীরা জানান, ভারত থেকে আমদানি স্বাভাবিক থাকায় বাজারে সরবরাহ বেড়েছে। ফলে চাহিদার তুলনায় জোগান বেশি হওয়ায় জিরার দাম কমেছে।
বিরামপুর থেকে আসা ক্রেতা শাহ আলম বলেন, ‘দুই মাস আগে হিলি বাজার থেকে ৬০০ টাকারও বেশি দামে জিরা কিনেছিলাম। আজ সেই জিরা কিনলাম ৫৩০ টাকায়। দাম কম থাকায় পুরো এক কেজি নিয়েছি।’
নয়ন নামে এক তরুণ ক্রেতা বলেন, ‘কোরবানির ঈদে জিরার দাম ছিল ৬১০ টাকা কেজি। আজ একই পণ্য কিনলাম ৫৩০ টাকায়। আমি আগেই হিলি বাজার থেকে মসলা কিনে রাখি, কারণ এখানে তুলনামূলকভাবে দাম কম থাকে।’
হিলির মসলা ব্যবসায়ী আওলাদ হোসেন শাওন জানান, ‘বর্তমানে বেচাবিক্রিও কিছুটা কম। তবে আমদানি স্বাভাবিক রয়েছে। সব মিলিয়ে বাজারে চাপ নেই, তাই দামও কমে এসেছে। সামনে আরও কমতে পারে।’
প্রতিনিধি/একেবি