জেলা প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৫, ১০:২৫ এএম
রাজশাহীর পুঠিয়ায় গাছ থেকে পড়ে গিয়ে এক যুবক মারা গেছেন।
সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঝলমলিয়ার পুরাতন ডাকবাংলো এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঢাকা মেইলকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের নাম মো. কাজল (২৭)। তিনি পুঠিয়ার ঝলমলিয়া এলাকার মো. কামালের ছেলে।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, সোমবার সকালে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের জানায়। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে তার মমরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশ বর্তমানে থানায় রাখা হয়েছে।
ওসি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হবে। এরপর আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্ত হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে গাছ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হবে।
প্রতিনিধি/টিবি