জেলা প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৫, ০৮:০৫ পিএম
ঢাকার সাভারে জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের এপিসি থেকে গুলিবিদ্ধ অবস্থায় শিক্ষার্থী আস-হাবুল ইয়ামিনকে ফেলে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়েছে।
মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
রোববার (৩ আগস্ট) নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বিকেলে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এসব তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে পলাতক পুলিশের এএসআই মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। আজ সকাল ৬টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মুরাপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে কো-অর্ডিনেটর, তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত বছরের ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজধানীর শাইখ আশহাবুল ইয়ামিন শহীদ হন। ওই সময় পুলিশের একটি সাঁজোয়া যানের ওপর থেকে তাকে টেনে নিচে ফেলে দেওয়ার ভিডিও তখনই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে যা ব্যাপকভাবে আলোচিত হয়।
ইয়ামিন রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন এমআইএসটির ওসমানী হলে। তার বাসা সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায়।
প্রতিনিধি/এসএস