উপজেলা প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৫, ০৬:২৭ পিএম
মিরসরাইয়ের কমর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৮ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীদুল ইসলাম চৌধুরী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
এসময় কমর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোস্ট বিহারী পাল, ক্রীড়া শিক্ষক নইমুল ইসলাম, অভিভাবক সদস্য সেলিম উদ্দিন, শিক্ষক প্রতিনিধি মাওলানা মোশাররফ আলীসহ বিদ্যালয়ের সব শিক্ষকরা উপস্থিত ছিলেন।
শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি মানসিক বিকশিত করার জন্য খেলাধুলার বিকল্প নেই। কমর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ক্রীড়া সামগ্রীর মধ্যে রয়েছে- ফুটবল, জার্সিসহ খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম।
প্রতিনিধি/এসএস