জেলা প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৫, ০১:৫৫ পিএম
গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানার কামারগাও এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর বাবা-মা দগ্ধ হয়েছেন।
রোববার (৩ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে স্থানীয় সাজ্জাদ মুন্সির তিনতলা ফ্ল্যাট বাড়ির নীচ তলায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রায়হান (৩ মাস)। অপর দগ্ধরা হলেন, নিহত শিশুর বাবা রিপন মিয়া (২৩) ও মা হাফিজা আক্তার (২০)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামারগাও এলাকায় সাজ্জাদ মুন্সির তিনতলা ফ্ল্যাট বাড়ির নীচ তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন রিপন মিয়া। গেল ভোর রাতে তার স্ত্রী হাফিজা আক্তার গ্যাসের চুলায় পানি গরম করতে যান। এ সময় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে গ্যাস বের হয়ে এক পর্যায়ে ঘরের ভেতর আগুন ধরে যায়। এতে একই পরিবারের তারা তিনজন দগ্ধ হন। পরে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা করে শিশু রায়হানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রিপন মিয়া ৮০ শতাংশ এবং তার স্ত্রী হাফিজা আক্তার ৭০ শতাংশ দগ্ধ হয়েছেন।
আরও পড়ুন: তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা
পুবাইল থানার শেখ আমিরুল ইসলাম বলেন, ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিলে চিকিৎসক শিশু রায়হানকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় দুইজন দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এজে