জেলা প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৫, ১০:০২ এএম
বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইউনিয়ন জামায়াত নেতার বিরুদ্ধে চাচাতো ভাইয়ের জমি দখল করে ঘর উত্তোলেনের অভিযোগ উঠেছে। এমনকি দলীয় নেতাকর্মীদের নিয়ে পাহারা দিয়ে জমি মালিককে ওই এলাকায় ঢুকতে দিচ্ছে না বলে জানিয়েছে ভুক্তভোগী জামাল হোসেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জামাল। পুলিশ বলছে, দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টি মিমাংসা করা হবে।
এর আগে চলতি বছরের ১১ জুলাই ভোরে লোকজন নিয়ে এই জমি দখল করা হয় বলে অভিযোগ।
অভিযুক্ত জামায়াত নেতা আব্দুস সালাম আজাদী বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন জামায়াতের রোকন।
ভুক্তভোগী জামাল হোসেন হাওলাদার বলেন, আমার বাবা মৃত মতিউর রহমান ২০০৩ সালে চাঁদপাশা মৌজার ৪০৭ নম্বর খতিয়ানে ১০ শতাংশ জমি কিনে নেয়। ওই জমিতে আমরা বিভিন্ন গাছ রোপণ করে বাড়ি করার পরিকল্পনা করেছি। কিন্তু আমার চাচাতো ভাই ১১ জুলাই ভোর রাতে আমাদের কেনা জমি লোকজন নিয়ে দখল করে নেয়। রাতেই সেখানে ঘর তোলেন। শুধু ঘরই তোলেনি তিনি আমাদের রোপণ করা গাছগুলো কেটে ফেলেছেন।
জামাল আরও বলেন, সর্বশেষ ঘটনাসহ থানায় মোট পাঁচটি অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু আমার চাচাতো ভাই জামায়াতের লোক হওয়ায় ভয়ে কেউ সহায়তা করছে না। তিনি দলীয় প্রভাব কাজে লাগিয়ে আমাদের জমিতে যেতে দিচ্ছেন না। আমাকে প্রকাশ্যে বিভিন্ন হুমকি দিচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত জামায়াত নেতার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ছেলে মুজাহিদ বলেন, জামাল জামায়াত নেতার অন্য একটি জমি দখল করে রেখেছেন। সেই জমি আমাদের বুঝিয়ে দেয়নি জামাল। সেই জমি ফিরে পেলে জামালের জমির দখল ছেড়ে দেবো।
অভিযোগের তদন্ত কর্মকর্তা বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বলেন, অভিযোগের বিষয়ে বৈঠকের কথা ছিল। তবে আলোচিত একটি হত্যাকাণ্ড নিয়ে আমরা ব্যস্ত থাকায় বসা হয়নি। পরবর্তী সময়ে আমরা অভিযোগ নিয়ে তদন্তে বসব। ঘটনাস্থলের পরিবেশ শান্ত রয়েছে।
প্রতিনিধি/টিবি