জেলা প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৫, ০৭:৩০ এএম
কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা জোসনা খাতুন (৫০) এবং ছেলে বিপ্লব সরদারের (৩৩) মৃত্যু হয়েছে।
শনিবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের নিজ মুরগির খামারে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ৩টার দিকে বিপ্লব তার মুরগির খামারের পাশে নিজের জমিতে একটি পাওয়ার ট্রিলার দিয়ে জমি চাষ করছিলেন। চাষ শেষ করে ট্রিলারটি খামারে ঢোকানোর সময় বিদ্যুতের তার ছিড়ে গাড়িতে জড়িয়ে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
বিষয়টি দেখতে পেয়ে বিপ্লবের মা জোসনা খাতুন ছেলেকে বাঁচাতে ঘটনাস্থলে ছুটে আসেন এবং ছেলেকে জড়িয়ে ধরলে, তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিপ্লবের দুলাভাই বিপুল জানান, বিকেল ৩টার দিকেও তিনি বিপ্লবকে চাষ করতে দেখেছেন। এরপর হঠাৎ তার চাচাতো ভাই মুকুলের চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে এসে দেখেন যে তার শাশুড়ি ও বিপ্লব মাটিতে পড়ে আছেন। এমন মর্মান্তিক ঘটনায় বিপ্লবের বাবা হাবিল সরদার বারবার জ্ঞান হারাচ্ছেন।
ভেড়ামারা থানার ওসি আবদুল রব তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। যেহেতু এটি একটি দুর্ঘটনা, তাই ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে দু’জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/ এজে