জেলা প্রতিনিধি
০২ আগস্ট ২০২৫, ০৭:৪৩ পিএম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান বলেছেন, জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ একটি জনবহুল দেশ। এদেশের জনসংখ্যা আমাদের জনসম্পদ।
পৃথিবীর ম্যাক্সিমাম দেশে বার্থ (জন্ম বা জন্ম নেওয়া) রেট নেগেটিভ, কিন্তু আমাদের দেশে বার্থ রেট পজেটিভ।
আমাদের দেশের সব মানুষকে সম্পদে পরিণত করতে হবে। আমরা যদি সবাইকে সম্পদে পরিণত করতে পারি, তাহলে আমরা পৃথিবীতে একদিন নেতৃত্ব দিতে পারব ইনশাআল্লাহ।
শনিবার (২ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ-২ আসনের (সিংগাইর ও হরিরামপুর উপজেলা) নির্বাচনী প্রচারণার সময় পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ জাহিদুর রহমান বলেন, আমরা দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে পারলে আমাদের আর কারও কাছে হাত পাততে হবে না। বিদেশি কারও ওপর আর নির্ভরশীল হয়ে থাকতে হবে না। এরকম সুন্দর একটি দেশ গঠনের জন্য আগামীতে আপনারা জামায়াতে ইসলামী দলকে সমর্থন জানাবেন।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের শাসনামলে ঘুষ লেনদেন হয়েছে দেড় লাখ কোটি টাকা। এই টাকা দিয়ে ৫০টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। এসব টাকা দেশের খেটে খাওয়া দিনমজুর, জেলে, কুলি, কৃষকের ঘাম ঝরানো টাকা।
নির্বাচনী পথসভায় জেলা জামায়াতের আমির হাফেজ মওলানা কামরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ নুরুল ইসলাম, সিংগাইর উপজেলার আমির মওলানা আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মানিকগঞ্জ-২ আসনের (সিংগাইর ও হরিরামপুর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর দল থেকে নির্বাচন করবেন সাবেক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ও ইবনে সিনা হাসপাতালের পরিচালক মুহাম্মদ জাহিদুর রহমান। আজ দলীয় প্রার্থী হিসেবে প্রথম প্রচারণা করলেন তার নির্বাচনী এলাকায়।
প্রতিনিধি/এসএস